Viral Video: বিশেষভাবে সক্ষম ক্ষুদেদের হাত ধরে নাচ Salman-র

1 month ago 27

নিজস্ব প্রতিবেদন: World Down Syndrome Day তে অন্য অবতারে দেখা গেল সলমন খানকে (Salman khan)। সেই মুহূর্তের ভিডিও দেখলে মন ভরবে আপনারও। অভিনেতা বিশেষভাবে সক্ষম শিশুদের হাত ধরে তাদের মনোরঞ্জন করার চেষ্টা করলেন তিনি। কাউকে ফেরালেন না। সকলের হাত ধরে গানের তালে নাচলেন সল্লু। কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার হুইল চেয়ারে বসে।  সকলকেই এই বিশেষ দিনে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করলেন ভাইজান। 

সেই মুহূর্তে ভিডিও  সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন  অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, বীনা কাক, সোনাক্ষী সিনহার সঙ্গে রয়েছেন তিনি। তাঁকে ভিড় করে ঘিরে ধরেছে ওই ছোট্ট ছোট্ট ক্ষুদেরা।

আরও পড়ুন-শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে ভর্তি Covid 19-এ আক্রান্ত Satish Kaushik

এর আগে রাজস্থানে ছুটি কাটাতে দেখা যায় সলমন খানকে(Salman khan)। বীণাও ছিলেন সঙ্গে। খোশমেজাজে বেড়ানোর সেই ছবিও প্রকাশ্যে এসেছে। জয়পুরে জঙ্গল সাফারির ছবিটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন বর্ষীয়ান অভিনেত্রী বীনা কাক। সেই ছবিতে কারর মুখেই ছিল না মাস্ক। যা দেখে প্রশ্ন তুলেছে নেটপাড়া। পাশাপাশি আজ যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেও তাঁকে মাস্ক পরতে দেখা যায়নি। 

প্রসঙ্গত, ‘রাধে টু’র মুক্তি ১৩ মে। সেই ছবির সাফল্য নিয়ে সলমন খুবই আশাবাদী। ছবিটিতে সলমন (Salman khan) ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফরা রয়েছেন। 

Read Entire Article