প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করতো তাদের সমষ্টিকে জনপদ বলে। প্রাচীনকালে আভিন্ন বংলা এখনকার বাংলাদেশের মতো কোন একক ও আখন্ড রাষ্ট বা রাজ্য ছিল না। বংলার বিভিন্ন আংশ তখন আনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন।বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেয়া হয় জনপদ।
প্রাচীন জনপদ এর নামগুলো কি কি?
১। পুণ্ড্র; ২। বরেন্দ্ৰ; ৩। বঙ্গ; ৪। গৌড়; ৫। সমতট; ৬। রাঢ়; ৭। হরকূল বা হরিকেল; ৮। চন্দ্ৰদ্বীপ; ৯। সপ্তগাঁও; ১০। কামরূপ; ১১। তাম্ৰলিপ্ত; ১২। রূহ্ম (আরাকান); ১৩। সূহ্ম; ১৪। বিক্রমপুর; ১৫। বাকেরগঞ্জ
Add Comment