পেশাদার ফুটবলার হিসেবে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার রাহালি ডবসনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছিলেন অনেকে। তবে মাত্র ২৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রেন ক্যান্সারে আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে ফুটবলকে বিদায় জানিয়েছেন এই ফুটবলার।
ডবসনের বয়ফ্রেন্ডকে দীর্ঘদিন ধরেই রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিতে হচ্ছে। প্রিয় অসুস্থ মানুষটির পাশে থাকতে খেলাকেই বিদায় জানাচ্ছেন মেলবোর্ন সিটির এই তারকা স্ট্রাইকার।
বৃহস্পতিবার (২৫ মার্চ) অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে (ডব্লিউ-লিগ) পার্থ গ্লোরির বিপক্ষে ম্যাচের আগে বুটজোড়া চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান ডবসন। তিনি জানান, এই মৌসুমের পর তাকে আর মাঠে দেখা যাবে না।
২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিদায়ও হয়েছে রূপকথার মতো। তার দল মেলবোর্ন সিটি ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে। দলের হয়ে ৬৩তম মিনিটে প্রথম গোলটি করেন ডবসন নিজেই।